ডিজিটাল বাংলাদেশের গুরুত্তপূর্ন সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো সরকারী বিভিন্ন কাগজী সেবার অনলাইনকরন। ডিজিটাল বাংলাদেশের অনেক গুরুত্তপূর্ন সরকারী তথ্য এখন অনলাইনে যাচাই করা যায়। জন্ম নিবন্ধন তথ্যের মতো বর্তমানে মৃত্যু নিবন্ধন তথ্য অনলাইনে যাচাই করা যায়। ইতোপূর্বে অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য যাচাই সংক্রান্ত পোস্ট পাবলিশ করা হয়েছে (নিন্মে উক্ত পোস্টের লিংক দেয়া হলো)। আজকের পোষ্টে অনলাইনে মৃত্যু নিবন্ধন তথ্য যাচাই পদ্ধতি তুলে ধরা হলো।
অনলাইনে মৃত্যু নিবন্ধন তথ্য যাচাই পদ্ধতিঃ
(Online Bangladeshi Death Record Verification)
১। প্রথমে এই লিংকে ক্লিক করুনঃ Death Record Verification
২। এরপর মৃত্যু নিবন্ধন তথ্য পেইজের প্রথম বক্সে মৃত্য নিবন্ধন সনদে উলেখিত মৃত্যু নিবন্ধন নম্বর লিখুন।
৩। এরপর পরবর্তী বক্সে মৃত্যুর তারিখ লিখুন।
৪। সর্বশেষ অনুসন্ধান বাটনে ক্লিক করুন।
Online Death Record Verification |
আপনার প্রদানকৃত তথ্য যদি সঠিক হয় তাহলে মৃত্যু সনদের নিবন্ধিত সকল তথ্য দেখতে পাবেন।
No comments:
Post a Comment